দুবাইয়ের আজমান শহরে প্রবাসী বাংলাদেশী দোহারের সুমন(৩৬)কে কুপিয়ে হত্যা করেছে।
৯ই জুলাই রাত ১টার সময় (বাংলাদেশ সময় রাত ৩টা) দিকে সুমনকে কুপিয়ে হত্যা করা হয়।
সুমন দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর কুসুমহাটি গ্রামের শেখ ছত্তার ও জয়নকি দম্পতির ছোট ছেলে।
একই এলাকার ওজুফার ছেলে নুরু ও তার লোকজন সুমনকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা যায়।
সুমনের পারিবারিক সূত্রে জানা যায়, সুমনের ভাগিনা মনিরকে একই এলাকার নুরু ভিসা দিয়ে কাজের জন্য দুবাইয়ের আজমানে নেয়। নেয়ার পর ঠিক মতো কাজ না দেয়া নিয়ে সুমনের সাথে নুরুর কথা কাটাকাটি হয়। এই নিয়েই তাদের মধ্যে ঝামেলা ও দূরত্ব বাড়তে থাকে। তারই এক পর্যায় গত ৯ই জুলাই রাতে সুমনকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করছে তার পরিবার।
সুমনের মৃত্যুতে পুরো এলাকাবাসী শোকে শোকাহত। খুনিদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁশি কামনা করছে এলাকাবাসী।ছবি সংগৃহীত।
Leave a Reply