আর ৭ দিন পরই পবিত্র ঈদুল আজহা। কিন্তু এখনো তেমন ব্যস্ততা নেই কামারপট্টিতে। প্রতিবছর এ সময় কামারদের দম ফেলার ফুরসত না থাকলেও এবার বন্যার কারনে কামারপট্টিতে রয়েছে উল্টো চিত্র। অলস সময় কাটাচ্ছেন কামাররা।
দোহার ঘুরে এমন চিত্র দেখা যায়। একই চিত্র দেখা গেছে নবাবগঞ্জে বিভিন্ন বাজারে।
অন্যান্য বছর ঈদুল আজহার দু’তিন সপ্তাহ আগে থেকেই কামারপট্টিতে কামারদের ব্যস্ততা লক্ষ্য করা গেলেও এ বছর তাদের কাজে কোনো গতি নেই। চাপাটি, দা, বটি-ছুরি তৈরিতে দিনরাত একাকার হয়ে যেতো তাদের। কিন্তু এবার বন্যার কারণে কোরবানিদাতাদের কোনো তৎপরতা নেই। এতে উল্টে গেছে তাদের চিরাচরিত অবস্থা। কথা হয় জয়পাড়া বাজারের পুরনো কর্মকার মধুসূদন কর্মকারের সাথে তিনি প্রতিবেদককে বলেন প্রতিবারের মত এবারও আশায় ছিলেন কর্ম ব্যস্ততার কিন্তু আদলে তার উল্টো। আর কয়দিন পরই কোরবানি ঈদ কিন্তু অলস সময় পার করছেন তিনি। শুধু তিনি না সব দোকানীদের মুখে শোনা গেলো একই কথা।
Leave a Reply