উইন্ডিসের বিপক্ষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ।
শনিবার ডোমেনিকায় তিন ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।
চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে টাইগারদের দুর্বলতা ফুটে ওঠে চরমভাবে। টানা ব্যাটিং ব্যর্থতায় দুই ম্যাচেই বাজেভাবে হারে সাকিব আল হাসানের দল। এবার ঘুরে দাঁড়ানোর পালা। সাদা বলের মারকাটারি ফরম্যাট দিয়ে জয়ের ধারায় ফিরতে চায় লাল-সবুজেরা।
সিরিজ শুরুর আগে স্বস্তির খবর টাইগার শিবিরে। কাঁধের দীর্ঘ চোট কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ। প্রায় চার বছর পর শর্টার ফরম্যাটে ডাক পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, “সাদা বল আর লাল বল আলাদা। এখন ভিন্ন বলের খেলা। লাল বলের সিরিজকে এখন আমরা সামনে আনছি না, টি-টোয়েন্টিতেই মনোযোগ রাখার চেষ্টা করছি। একইসাথে আমরা বিশ্বকাপেরও প্রস্তুতি নিচ্ছি। ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে মোকাবেলা করতে মুখিয়ে আছি।”
ক্যারিবিয়দের বিপক্ষে টি-টোয়েন্টি পরিসংখ্যানেও খুব বেশি পিছিয়ে নেই টাইগাররা। ১৩ ম্যাচে ৭ হারের বিপরীতে ৫ ম্যাচে জয় পেয়েছে মাহমুদউল্লার দল। র্যাঙ্কিয়ে মাত্র ৭ রেটিং পয়েন্টের ব্যবধানে স্বাগতিকদের চেয়ে এক ধাপ পিছিয়ে আট নম্বরে বাংলাদেশের।
Leave a Reply