দলের সাধারণ সম্পাদক আফজাল বাবু বুধবার সকালে এ খবর দেন।
তিনি বলেন, “আজ সকাল সাড়ে ১০টায় নির্মল দা মারা গেছেন। তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।”
রক্তচাপ বেড়ে গেলে ৫৮ বছর বয়সী নির্মলকে গত ১২ জুন রাতে গুরুতর অসুস্থ অবস্থায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়।
পরদিন সকালে নির্মলের মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হার্টে ব্লক ধরা পড়ে। হাসপাতালে তার হৃৎপিণ্ডে স্টেন্ট বসানো হয়। তারপরও অবস্থার অবনতি হতে থাকলে ১৬ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গারপুর নেওয়া হয়।
২০১৯ সালের ১৬ নভেম্বর সম্মেলনের মাধ্যমে নির্মল গুহকে সভাপতি ও আফজাল বাবুকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
মহামারীর মধ্যে সারা দেশে ত্রাণ কার্যক্রম চালিয়েছিলেন নির্মল গুহ ও আফজাল বাবু। নির্মল গুহের মৃত্যুতে গভীর শোক এ দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আফজাল বাবু জানান, স্ত্রী ও দুই ছেলেকে রেখে গেছেন তাদের সভাপতি নির্মল রঞ্জন
Leave a Reply